রাজশাহীতে দুর্গোৎসব নির্বিঘ্নে পালনে বিএনপি’র কমিটি গঠন

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে রাজশাহী জেলা বিএনপিতে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তায় কমিটি গঠন করা হয়েছে। রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকারকে এই কমিটির আহব্বায়ক করা হয়। সোমবার ১১ টায় নগরীর কফিবার রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে সার্বিক নিরাপত্তা বিষয় নিয়ে ব্রিফিং করা হয়।

রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব ও শারদীয় দুর্গাৎসব রাজশাহী জেলা বিএনপির শান্তি- শৃঙ্খলা ও নিরাপত্তা কমিটির আহবায়ক অধ্যাপক বিশ্বনাথ সরকারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. সৈয়দ শাহিন শওকত। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা বিএনিপর যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু।

সংবাদ সম্মেললে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সংগঠনিক সম্পাদক এ্যাড. সৈয়দ শাহিন শওকত জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাৎসব উপলক্ষে আগামী দুর্গাৎসবকে কেন্দ্র করে বিএনপি বলিষ্ট ভূমিকা হাতে নিয়েছে। আমরা বিভিন্ন মাধ্যমে তথ্য পেয়েছি বিতাড়িত ফ্যাসিবাদী সরকার হাসিনার কর্মীরা যারা দেশের সম্পন লুট করে কোটি টাকার মালিক হয়েছে তারা হয়তো নতুন করে দুর্গাৎসবকে কেন্দ্র করে সহিংস পরিকল্পিত বিচ্ছিন্ন ঘটনা ঘটাতে পারে। সেজন্য তারেক রহমানের নির্দেশে রাজশাহী বিভাগের প্রতিটি জেলা, উপজেলা ইউনিয়ন , ওয়ার্ড ও পুজা মন্ডপ ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। তারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।