তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের ভার্চুয়াল সভা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদল নেতা-কর্মীদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভা করেছেন। বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে ভার্চুয়াল এই সভা শুরু হয়।

এতে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসান, হাসিবুল হাসান সজীব, ডা. আব্দুল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ তানু, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুনসহ প্রায় ৪০ জন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, এ সভায় সারাদেশে স্কুল ও কলেজে ছাত্রদলের কমিটি গঠনের জন্য ২৬টি টিম গঠন করার সিদ্ধান্ত হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই তাদের কার্যক্রম শুরু করবে।